পুঁথির পাতায় বয়স বুঝি পাঁচশো কোটি পঁচিশ
মনটা সতেজ জিংগেল বেলে দিচ্ছি খুশির শিস।
হীম ঘেরা রাতের তারা উঁকি দিয়ে দেখে...
কেমন আমার স্বর্গ রথ রাতটা আলোয় আঁকে!


কচি কাঁচার অপেক্ষা আর মন উচাটন সাথে,
দারুণ উপহারের চমক দিই তাদের হাতে!
আমার খুশির ঝুলির মাঝে রামধনু ভরা!
রঙ ও স্বরে সাতের তালে মেতে ওঠে ধরা।


আরো আছে আর একজন ছন্দে পঁচিশ তার,
আমার শুধু একটা দিন বাকিটা বছর যার!
ঠিক ধরেছো ঝুলি তার হাজার রঙে রাঙা,
ভাঙে যদি হৃদয়খানা পাবে খুশির ডাঙা!


সুখ দুঃখের দোলায় দোলে ভরিয়ে সব চিত্ত,
জীবন সত্যি রবির সুরে হয়েযে রয় সিক্ত।।