কুয়াশা মাখা সেই ভোরে
    গাড়ির পেতাম হর্ণ,
টিউশনের ব্যাগের বোঝা
   মনযে উচাটন!


দেখা হতো ঠিক যেখানে
   প্রেম গাছটি আছে!
বলতে তুমি দূরে কেন
   বসবে কিছু কাছে...


বলতে খুব মজা করে
   কিনছি ডুবো জাহাজ,
ডুব দেবই তোমার মনে
   জানবো তোমার রাজ...


বলিনি সেদিন রক্তে আমার
   ছিল বিষের খনি,
যদি সত্যি ভালোবাসো
   কষ্ট পাবে জানি।


যতবারই মনের দ্বার
   বন্ধ করে দিতাম,
তোমার প্রেমের ঝড়ে আমি
   হেরে শুধু যেতাম।


বললে আমার কালো আকাশ
   সন্ধ্যা তারা তুমি,
তোমায় ছাড়া এই জীবনে
   অপূর্ণ রই আমি!


এমন করেই মধু বায়ে
   মন আঙিনা ভাসতো!
কোকিল ডাকা নিবিড় দুপুর
   একে একে খসতো!


হাসপাতালের মাঝে সেদিন
   পড়ি আমি ধরা,
বললে থেকো আর কটাদিন
   নইলে আঁধার ভরা!


প্রথম প্রেমের অশ্রু সেদিন
   নীরব ঝরে পড়লো,  
রিক্ত বুঝি তাহার পরে
   শেষের সুখ ঝরলো!


বলি তারে  চৈত্র রাতে
   যেদিন নেইতো আমি,
বকুল বাতাস করবে উদাস
   জাগবে নিশিথ তুমি!


সন্ধ্যা তারা অস্ত যাবে
   দুঃখ তাতে নেই,
আসবে দেখো সুখতারাটি
   ছায়বে তোমাকেই।


আমার ছাইএর প্রতি কণায়
   কষ্ট লিপি লেখা,
মিলিয়ে দিওগো ধরার বুকে
   হারায় নিঃস্ব একা!