শ্রাবণের  মতি  রয়ে রয়ে ঝরে
কুসুম সুবাসে বায় আজি ভরে।
শেষ হয়েছে মত্ত হলুদ দিন,
আসে সন্ধ্যা  ঐ দিগন্ত ক্ষীণ!
পথের পারে ব্যর্থ পতিত চাওয়া,
মূল্যহীন সব বৃথাই এত পাওয়া।
অন্ধকার রয় মনের গভীরতায়,
রত্ন মানিক ধুলাতে রয় হেলায়।


জবা চাইছে  ইষ্ট দেবের চরণ,
নেইতো স্বাদে অন্য কোনো ধরন।
মূর্খ মোরা হাতড়ে বেড়াই শান্তি,
আধুনিকতায় ঢুবেছি নেই ক্লান্তি।
শেষে কিছুই রয়না নিজের তরে,
থলের মাঝে মিথ্যে পুঁজি ভরে।
নিত্য সত্য খুঁজছি মোরা যারে,
ফসকে গেল মনের অন্ধকারে।