আনমনা রয় মন প্রাসাদের ঘরে,
দিনে রাতে কাজ মাঝে বাঁধা শত ডোরে।
কালি ঝুলি মাঝে দেখি ঢাকা পড়ে রূপ!
সহস্র কর্তব্য মাঝে মেধা রয় চুপ...
রিনিঝিনি সুর সাজে সারা বাড়ি ময়,
ছন্দ কাটে হৃদয়ের মন ক্রমে ক্ষয়!
তবু ওরা রয় পর ধরেনাতো হাত
প্রতীক্ষাতে রয় প্রাণ আসবে প্রভাত!


সংসারের আয়নাতে যবে দেখে মুখ,
নেই বুঝি কোনো দাম হাসে ভরা সুখ!
মিথ্যে নয় এক তিল সাধারণ নারী,
পিষে সুর রত্নরাজি স্বপ্ন দেয় পাড়ি...
রাতের একটি কোণে নিজেরে সে খুঁজে,
বাকি পথে পাঁক রবে ভালো করে বুঝে!