সুসভ্যতার গলির মোড়ে
   শোনো পেতে কান...
বারংবার ডাকছে কে ও
   আকুল করে প্রাণ!


মর্মভেদী সেই ডাক
   ব্যথিত করে মন,
জল দাও  জল দাও...
   বলছে সর্বক্ষণ।


চলতে গিয়ে থমকে যাই
   খুঁজি চারধারে,
দেখি এক শান্তির বীজ
   লুটায় পথের পরে!


বলি আমি ডাকো বুঝি
   কেন লুটাও হেথা?
ওই ডাক বিদীর্ণ করে
    ক্ষয়িত মানবতা!


বলে জল দাও প্রাণে
   বক্ষ তৃষায় ভরা,
বাঁচতে চাই বাঁচাতে চাই
   এই সুন্দর ধরা!


ছুটে গিয়ে জানাই আকুতি
   দুর্লভ বীজ হেথা,
রোপন করি এসো সবাই
   শ্রম হবেনা বৃথা!


দলিত মথিত শান্তি বীজ
   সিক্ত করবো  তাকে,
অতি করুণ ডাক তার
   আন্দোলিত বুকে।


আর্তি তার ভরেছে আকাশ
   এসো ত্বরা করি,
দিয়েছিনু সত্ত্বার জল
   রোপণ দুহাতে ঘিরি।


দেখিনু সে মেলিল শাখা
   স্বর্গের শোভা ফিরে!
বর্ষিত হলো অপূর্ব রূপ
   শত কুসুমের ভিড়ে!


বাকি যারা জাগবে সবাই
   তার শোভা দেখে,
ঢালবে জল শান্তি বীজে
   প্রত্যয় বুকে রেখে।