চোখের পাতায় স্বপ্নে ভিজে
  আসে শুধু  তোদের মুখ,
তোদের কথা, তোদের হাসি
  ভাগ করা কিছু সুখ।


কলেজের ওই সিঁড়িগুলো
  যখন বলে ওরা কই?
বলি তাদের লক্ষ ভিড়ে
  জীবন তরী বাইছে ওই!


দেখা আর হয়না কভু
  ঠিকানাটাও হারিয়ে গেছে!
তবু কেন মনের  চোখে
  স্পষ্ট ছবি বেঁচে আছে?


রেখে গেলি হৃদয় মাঝে
  এমনি মায়ার গাঁথা মালা,
ভুলতে গেলেও যায়না ভোলা
  স্মৃতির মোড়ক বাক্সে তোলা!


আর একদিন আসিস তোরা
  পঞ্চার কলেজ ক্যান্টিনেতে,
স্বপ্ন হলেও দুঃখতো নেই
  চাই ক্ষণিক ফিরে পেতে...


চাই একবার নতুন করে
  দেখতে তোদের দুষ্টুপনা,
যত মূল্য হোকনা তার
  মিটিয়ে দেব ষোলো আনা!


কথায় কথায় আড়ি ভাবের
  দোলনাগুলো দিকনা কষে,
আজ সত্যি করবোনা রাগ
  প্রতীক্ষায় আজ মনটা বসে।


কলেজ বাঙ্ক করার স্মৃতি
  আসছে বয়ে হাওয়ায় তাই,
পেছন ফিরলে তোদের ঘিরে
  পুরোনো রোদ দেখতে পাই।


জেগে দেখা স্বপ্নগুলো
  হয়েছে পূরণ তোদের সাথে?
নাইবা হলো দুঃখতো নেই
  স্টিয়ারিং ঘুরবে অন্য পথে...


নাইবা হলি রোদ্দুর চাঁদ
  নাইবা হলি নামী ডাক্তার,
জানি মানুষ  সত্যি তোরা
  হবেনা ঠিক জীবনে হার।


দুখ অনলে ভিজবে শরীর
  ঝরবে আবার মুক্ত শিশির,
স্পষ্ট মনের মণিকোঠায়
  ঢাকবেনাতো শত ভিড়!


বন্ধুর চেয়ে দামী তোরা
  তোরা কে’রে আকাশে মোর?
হবি নিশ্চয় দূরের  মেঘ
  স্বপ্ন বরিষ ভেজায় ভোর!