আজ হতে শত শত আলোকবর্ষ পরে,
যদি দেখা হয়ে যায় তোমার আমার!
হয়তো সোনালি বাঁকা চাঁদ উঁকি দেবে আকাশে তখন
চৈতালী রাতের প্রেম!
বসবে ঠিক জোছনার গা ঘেসে!
খুঁজবে পুরোনো চাঁদ,পুরোনো প্রেম চোখে…
পৃথিবীটার চেনা চেহারাটা,
মিলিয়ে গেছে অচেনার ভিড়ে তখন,
হয়তো রবেনা কেউ...
রবো শুধু তুমি আমি আর শিশিরের শব্দ!
ঠিক যেন সৃষ্টির আদি লগন!
আজ যেমন প্রেম বুকে পরম নিশ্চিন্তে,
সেদিনওকি তাই,প্রেম এসে সব দুয়ার খুলে যাবে?
শত শত আলোকবর্ষ পরে?
শত লাল গোলাপের সুবাস মেখে,
প্রজাপতির ডানার মতো ভেসে বেড়ানো রূপকথা,
ভরিয়ে যাবে হৃদয়ের সব কোণ!
তুমি আর আমি ও স্বপ্নের তরী!
আর আজকের কবিতার সব ছন্দ
ছড়িয়ে থাকবে কি
শত শত আলোকবর্ষ পরে?
পাতার গায়ে,নদীর ঢেউএ লাগবে কি
জীবনের সব সুর?
ফুলের আসরে সব লেখাগুলো
জীবনের রঙ মাখবে…
দুই পৃথিবীকি একই সুরে ভাসবে মননে?
যদি আবার দেখা হয়...
শত শত আলোকবর্ষ পরে!