নতুন প্রজন্ম ঘাড়ে বহ হে শিক্ষক তুমি,
   শ্রদ্ধা তোমায় নিরন্তর সদা তোমায় নমি।
আলিন্দ নিলয় ফুসফুস ছায় নীতি আদর্শে,
   সততা ও কর্তব্যটা চরিত্রে সদা বর্ষে।
আকাশ ভরা জ্ঞানের তারা সূর্য জ্বলে চক্ষে,
   স্নেহ মায়া মমতা পোষা ক্ষমা ভরা বক্ষে।
রামধনুর সিঁড়ি বেয়ে কচি কাঁচা চলে,
   প্রতি ধাপে আগলে রাখো খাঁটি বিবেক তলে।
দারুণ ঝড়ে তুমি আশ্রয় আঁধারে নির্ভর,
   সরস্বতীর দূত যেন এলে ধরা পর...
আদর্শেতে অখণ্ড, সৃজনে শক্ত ভিত,
   সত্য ন্যায় দর্শনে লীন, তব জীবন রীত।
প্রতিবন্ধকতায়  হও তুমি, পথ প্রদর্শক,
   গুরু হয়ে দীপ হাতে, সমাজের রক্ষক।
ডুবন্ত সত্ত্বা রক্ষা পায়, জ্ঞান মহিমা বলে,
   দেশ প্রেম ঝরে অটুট, চিত্তে মশাল জ্বলে।
লোভ লালসা দূরে ন্যস্ত মানুষ গড়ার কালে,
   কাঁচা ইঁট পাকা হয় সহন শক্তি বলে।
পরিশ্রম, অধ্যবসায়, স্নেহ, সত্য ভাষ্য।
   চালাও বুঝি ধ্বংসে উড়ান,কাটে নৈরাশ্য।