আশ্বিনের এই মধুর লগন,
   প্রতিমা গড়তে সিধু মগন...
পেট তার ধূ ধূ মাঠ,
   শরীর যেন পোড়া কাঠ।
ক্ষয় বাসা বুকের ভাজে,
   সদা সমর্পিত কাজে।
দীর্ঘ হয় নিজের ছায়া,
   যত্নে গড়েন মায়ের কায়া।
শিল্পী মন ভক্তি ভরা,
   নেইতো খাদ জীর্ণ জড়া।
দিনের পর দিন চলে,
   প্রতিমা বুঝি কথা বলে।
বিড়বিড়িয়ে কয় সিধু,
   প্রদীপতো প্রায় নিবু নিবু।
জীবন ভর তোরে গড়ি,
   দিনতো ফুরায় চরণ ধরি।
অভাব ঘরে বিকায় তোরে,
   ক্ষমা মাগী জোড় করে।
এবার আমি নিজের তরে,
  মুক্তি মাগী  শ্রদ্ধা ভরে।


সিধু তনয়ার বিদায় বেলা,
   ব্যকুল মনে অগ্নি জ্বালা...
বুকের সিন্ধু মত্ত পাগল,
   ঢেউএর মাথে কলরোল।
বেদীর ঢাক বাজছে দূরে,
   খুশীতে তার বুক ভরে।
শেষ নিশ্বাস বলে সিধুর,
   কাটলো পথ বেদনা বিধুর।
এবার মা ধরলো হাত,
   পার হলো করাল রাত।
সিধুর হলো গঙ্গা শোধন,
   শেষ হলো মায়ের বোধন।
শিউলি সিধু ঝরলো পায়ে,
   আকাশ মন সোনায় ছায়ে...
মৃন্ময়ীকে চিন্ময়ী ছোঁয়,
   পদ্মগুলো শিশির ধোয়।।