ওজোন মাঝে শুধু ক্ষত  দিনে দিনে বাড়ে,


   জলের ক্ষত  মাটির ক্ষত বিপদ বাতাস ঘরে।


উষ্ণায়নে মোদের ধরায় উৎকণ্ঠা আর ঘাম,


   মানুষ তবু সজাগ নহে ভুললো বিবেক ধাম!


নদীর  বুকে দীপ্ত চাঁদ খেলতো অবিরত,


   বিষণ্ণ চাঁদ বলছে হোথা দূষণ ভাসে শত!


মেশিন রাজের তিক্ত ধোঁয়া তারার চোখে  ব্যথা,


   মুদে নযন করে বারণ শুদ্ধ হোক প্রথা।


সসাগরা গরল ভরা প্রাণেও তাহা পালো,


   নিজ হাতে খুঁড়ো কবর কিংবা অগ্নি জ্বালো।


সবুজ সৃষ্টি ধুঁকছে কেবল নিত্য কুঠার ঘাতে,


   দের হবেনা লয়ের ঢেউএ সভ্যতা গিরিখাতে!


প্রাণের তরে বাঁচুক ভূলোক জাগুক সজাগ দৃষ্টি,


   সতেজ আলোর গানটা বাঁধো শোধন হোক সৃষ্টি।।