সাঁঝ বেলায় দূর আকাশে
  নতুন একটা তারা,
বলছে যেন হারাইনি মা
  কেন পাগলপারা?


মায়ার বাঁধন আলগা করো
  শান্তি পাবে মন,
তোমায় দিলাম দুখটা গেঁথে
  নইতো আপনজন...


এই পৃথিবীর মাটির পরে
  আসা যাওয়ার খেলা!
কেউ আগে কেউতো পিছে
  ভাসায় জীবন ভেলা।


তোমার চোখের ধারা যখন
  গড়ায় বুকের পরে,
কষ্ট আমার ভাঙেযে বাঁধ
  নত দুখে ভরে।


জীবন মৃত্যুর মাঝে আছে
  বিশাল বাঁধার দেওয়াল!
দুই পারেতে আমরা দুজন
  মিলাবেনা কোনো কাল।