ওরে শ্রাবণের ছাট,  যত খুশি ভেজা!
চোখের জলের ফোঁটা, আড়াল করে যা!
তোকে আজ কিনেছিযে আমার সঞ্চয়ে!
গর্জাকনা বজ্রখানা, দেবোনাতো ভয়ে।
সূর্য ঢলা সন্ধ্যা আজ, রজনীগন্ধাতে।
নিয়ে চলে মোরে আজ, কোন জনমেতে!
এ মায়াবী সুধা ক্ষণ, চলে যাসনারে।
সন্ধ্যা দীপ নীবু নীবু, ঝড়ের হুঙ্কারে!


তোদের সবার মাঝে, আজ আমি একা!
ভাঙে বুঝি দ্বারখানা,  যায়নাতো রাখা!
আঁচল ভরিয়ে দেরে,  শ্রাবণের ধারা!
দেবো তার করপুটে,  হবে মন হারা!
আলো হয়ে দাঁড়াবে সে, মোর ভাঙা ঘরে
মিলে যাব তারপর, তারাদের ভিড়ে!