চোখের জলের নদীটাতে
ভাসছে শুধু স্মৃতি,
ছিল রক্তরাগের সাঁঝে
বিদায় আরতি।


জড়িয়ে ধরে বলেছিলাম
ছাড়লি কেন হাত?
সব আলো নিবিয়ে দিলি
কি কঠিন আঘাত!


বুক ফাটা এ আর্তনাদ
যায়নি বুঝি কানে,
নীরব তবু রইলি তুই
চাইলিনা মোর পানে।


টুকরো হয়ে যাই আমি
ছড়িয়ে যাই ধুলায়,
রক্তমাখা হৃদয় মোর
শত বেদনার ঘায়।


তোকে ছাড়া চলতে পথে
হোঁচট খেয়ে পরি,
কবে মোরে সঙ্গে নিবি
সেই প্রতীক্ষা করি।


মোর আঙিনায় শত শিউলির
সুবাস হলো ফিকে,
দুখের ছোঁয়ায় পাপড়িগুলো
কান্নায় মুখ ঢেকে।


আরতি দীপের বুকখানিটি
করছে দুরু দুরু,
শঙ্খটা আজ ধুলায় লুটায়
চোখগুলি তার ভীরু।


দেবালয়ের ঘন্টা কেন
বলে বেসুর ধ্বনি,
প্রকৃতি আজ শোকাগ্রস্ত
গম্ভীর মুখখানি।


সন্ধ্যার ওই ছত্রছায়া
ঘনায় চারপাশে,
চলার পথযে রুদ্ধ হয়
মন নিরাশায় ভাসে।


নিয়তির এই কঠিন চাবুকে
ক্ষতে গিয়েছি ভরি,
প্রতি নিঃশ্বাসে খুঁজি তাকে
রোজ আমিযে মরি।