তুই মোর গোধূলির, শেষ অস্ত রাগ।
তুই বুঝি বসন্তের, রক্তে রাঙা ফাগ!
তুই মোর যত্নে মোড়া, কবিতার খাতা।
হৃদয়ের ঋতুগুলো, ঝরে পরে সেথা!
তুই তানপুরাটির, বাঁধা ছন্দ সুর।
মনের কোণেতে বাজে, পাগল নূপুর!
তুই মোর চৈত্র রাতে, তারার আকাশ।
তুই মোর সুখ স্বপ্ন,  শেষ অবকাশ!


তুই মোর বর্ষা  রাতে, ঝিরি ঝিরি প্রেম।
ঝোরো বায়ে রাখা সুখ,আলো ঘেরা ফ্রেম!
তুই মোর কুয়াশায়, মধুর রজনী।
তোকে ছেড়ে কষ্ট মোর, ভরায় অবনি!
তোর বুকে শুধু সুখ, বাজে রিনিঝিনি।
তোর চোখে ডুব দিতে, ক্ষয় নেই জানি।