শুকনো পাতা যায়যে উড়ে
   সুর ঝরেনা আর,
শীত গ্রীষ্মের পাগল হাওয়া
   অচেনা হলো তার...


রিনিঝিনি মধুর সুরে
   তোলপাড় পবন,
বুকে তার বাঁধা ছিল
   সাতটি রাজার ধন।


হারিয়ে ফেলেছে অস্তিত্ব আজ
   হারায় সবুজ গাথা,
খুশির হাওয়া ছোঁয়না তাকে
   ছড়ানো স্মৃতির ব্যথা।


জীবনের ওই প্রতি তারে
   সাজানো ছিল ছন্দ,
সাতটি স্বরে সাজানো সুর
   হয়েছে আজ বন্ধ।


শীতের প্রলেপ মাখেনা সে
   কাঁপেনা থর থর,
আবেগ আজ ব্যথায় মলিন
   হৃদয় হয়েছে জড়।


ঋতুরা আজ চেনেনা তাকে
   ডাকেনা গানের সুরে,
সারাদিন তার বৃথায় কাটে
   আঁধার পথকে ঘিরে।


চাঁদের খুশি আঁকেনা স্বপ্ন
   দেয়না তারে দোল,
ছোঁয়না তার মনের কথা
   বলেনা দুয়ার খোল।


ধ্বংস পথের যাত্রি ওযে
   পথের দুপাশে আঁধার,
জানেনা সে চলেছে কোথায়
   পায় জীবনের হার।  


চেনা সবই তেমন আছে
   নিজের পৃথিবীটাতে,
আজ সেতো হারালো রূপ
   বিধির বজ্রাঘাতে।


চোখে তার স্বপ্নগুলো
   আরনা কথা কয়,
হবে কবে ধুলায় বিলীন
   এই প্রতীক্ষায় রয়।