নিঝুম রাতের তারা, ব্যথা বুকে চায়।
ক্যাম্পের উঁচু প্রাচীর,  বুঝি অসহায়!
ল্যাম্প পোষ্ট চেয়ে থাকে, দুখে মর্মাহত !
ট্রেনিংএর শেষে বুঝি,  তারা আশাহত।
কোন গোপন যুদ্ধের, ভেরী বাজে কানে!
অচেনা  দিগন্ত ডাকে,  দৃষ্টি দূর পানে!
চলে যাবে তারা আজ,  প্রাণ বাজি নেয়!
ফিরবেনা কোনোদিন, এই পথে হায়!


বছর বছর শুধু, এক ছবি আঁকা...
মায়া দিয়ে বাঁধে তারা, বুক করে ফাঁকা।
হাসি মুখে মাকে দেব, নশ্বর জীবন।
সেই শিক্ষা নিল তারা, দিয়ে প্রাণ মন।
দেশকে মাথায় তুলে, বীর ওরা ধায়।
ট্রেনের পতাকা ম্যান, শুষ্ক মুখে চায়।