জীবন মোর টুকরো মেঘ
   মনের খুশিতে ধাই,
এপার হতে ওপারের মাঝে
   আপন মাধুরী ছড়াই।


শরৎ আকাশে সাদা রূপে
   দিগন্তে ভেসে যাই,
ছুটির মেজাজে অনন্তের মাঝে
   প্রাণের হরষ বিলাই।


বর্ষায় কালো ভেজা রূপে
   ঝরঝর ধারায়,
পৃথিবী হয় স্নিগ্ধ শীতল
   সুখ বরিষে হারায়।


অস্ত রাগের সূর্য যখন
   হয় লালে লাল,
দিনান্তর ওই মধুর লামিমায়
   রাঙাই আমার গাল।


জোছনার সাথে লুকোচুরি খেলি
   সারাটা রাত ধরে,
আলো আধারির স্বপ্নগুলোয়
   পৃথিবী যায় ভরে।


পাহাড়ের বুকে মোর পরশ
   আনে সুন্দরের বান,
পথ আটকায় গভীর মায়ায়
   ভরায় আমার প্রাণ।


খর তাপে দগ্ধ হয়ে
   জ্বলে যখন ধরা,
ভরিয়ে দিই শান্তির ধারা
   হয়ে অঝোর ঝরা।


কখনো আমি স্নেহময়ী
   কখনো উগ্র ভয়ঙ্করী,
কাঁদাই  হাসাই  এপার ওপার
   নিজেকে মেলে ধরি।


সূর্যের সাথে রাঙি আমি
   সৃষ্ট সূর্য তাপে,
মাতিয়ে বেড়ায়  নিখিলের মাঝে
   জীবনের ধাপে ধাপে।


কবিদের ওই লেখার মাঝে
   অমৃত বাণী মেখে,
ভরিয়ে নিই  জীবন মোর  
   স্বপ্ন দুচোখে এঁকে।