জমিদার ভুতনাথ ক্ষীর খেতে ব্যস্ত...
তুলছে পেয়াদা তার গরুগুলো আস্ত।
বেড়ে চলে চর্বি তার, খেয়ে গাঢ় ক্ষীর।
চলন হয়েছে আজ অতিশয় ধীর।
তবু তার জিভ জ্বলে বাড়ে শুধু লোভ,
গরুগুলো আধমরা তবু রয় ক্ষোভ!
নাখে দড়ি দিয়ে গরু ঘুরে দিন রাত,
ভুল হলে পিঠে শুধু পড়ে কশাঘাত।


হাওয়াতে বারুদ ভরে এলো একদিন!
গরুদের চোখ জুড়ে  আগুনের ঋণ,
কেমনে জমলো বুকে ঘোর প্রতিশোধ?
কিছুতেই হয়নাকো ঝড় প্রতিরোধ!
শিঙের ঘায়েতে দেখি জমিদার জব্দ,
ভুড়ি খানা গেল ফেটে করে জোর শব্দ।