পালাতে পালাতে ক্লান্ত দেহ
   ভিজায় জামা রক্ত,
তোর দগ্ধ হাতটি আমায়
   বাঁধন দিল শক্ত।


সেদিন ওদের বিধান ছিল
   কঠিন কুঠার ঘায়ে,
মোদের প্রেম খণ্ড করে
   ফেলবে রক্ত ছেয়ে।
  
বলেছি দৃঢ় তীব্র স্বরে
   আঘাত করো বৃথা...
সালিশ সভা মোড়লের রায়
   দলিত মানবতা।


ভালোবাসার জাত নেইগো
   মানব শ্রেষ্ঠ দান।
প্রেমযে সদা শান্তি বহে
  ভিক্ষুক ভগবান।


হায় তারা ছাড়েনি মোদের
   আগুনে  দগ্ধ করে,
ঝাঁপ দিয়ে নদীর স্রোতে
   পালাই মোরা দূরে।


মনে হয় এ পৃথিবীর
   শেষ সীমানায় আজ,
নেইতো মোড়ল নেই সালিশ
   নেই সবলের রাজ।


মাঝে মাঝে আমার গ্রাম
    দেয়যে হাতছানি,
মোদের পোড়া দেহ মুখ
   চিনবেনাকো জানি।


আজকে বুঝি মধুর দিন
   খুঁজি আকাশ ঘরে,
ভাই বোন নিয়ে সুখ
   ছিলো সোনায় ভরে।


ছোট্ট ছোট্ট খুশীগুলো
   মনের বীনে বাজে,
প্রজাপতির মতন মন
   রঙিন ডানায় সাজে।


জীবন পথে শেষ ঠিকানায়
   প্রেমের চোর হয়ে,
চলছি দুজন এক নায়েতে
   জীবন স্রোতে ক্ষয়ে।