সময় নদীর মাঝি হইয়া,
যাই আমি বৈঠা বাইয়া।
প্রেম ঘাটেতে নোঙ্গর ফেলি
দিয়েছিলেম মন বিলাইয়া।
রইয়াছিলেম তাহার আশায়,
থাকবো বলি একঐ বাসায়।
জোয়ার আসি দিলো ডুবি,
পিরিত দাহ জলে ভাসায়।
পার হইয়া মনঃ নদী
দেখা তাহার পাইতাম যদি।
কইতাম তারে চুপিসারে
নতুন মানুষ আদর করে.?
সেও কি তাহার হাতিটি ধরি,
গালে আলতো আদর করি
মোর মতনই সোহাগ বিলায়.?