তুই অনেক বদলে গেছিস,
বদলেছে তোর চলন,ধরন,তোর চাহিদা।
তুই আর এখন আগের তুই নোস।
তোর মাঝে সেই ছেলেমানুষি টাও নেই।
হারিয়ে গেছে গোহীন বনে অন্ধোকারে
শেষ প্রহরের মৃদু ঘোমের
হঠাৎ হারিয়ে জাওয়া স্বপ্ন গুলোর মতো।
তুই এখন পরিযায়ী পাখী,
ঋতুর শেষে নতুন উষ্ণতার খুঁজে
পারি দিলি ইসান কোণ ধরি।
আচ্ছা তোর কি মনে পরে??
মনে পরে, সেই আম কুড়ানোর দিন?
দুপুর প্রাতে কাঠাল বনে হারিয়ে যাওয়া ক্ষীণ?
জানি তুই আর এখন আগের তুই নেই,
তুই এখন বদলে গেছিস।
আচ্ছা তোর কি মনে পরে,?
মনে পরে সেই চূড়া বালির ঘর.?
ইঙ্গিত করে বলে দিতিস অমি আছি
আসুক যতই ঝড়।
তুই অনেক বদলে গেছিস,
বদলেছে তোর মন।
তাই তকে বিদায় জানাই।
যেমন থাকিস ভালো থাকিস,
তবে আগের মতোই অনেক চেনা
তোর গন্ধ গায়ে মাখিস।।