শুধু একবার বাঁচার সাধ জেগেছিলো,
যখন তুমি ছিলে।
সেই সাধ হারিয়েছি কবেই।
তুমি মিশে ছিলো শুধু স্বপ্নে,
ভর করেছিলে শীতের সকালে দূর্বাঘাসে।
সেদিন হারিয়েছি তোমাকে রোদের প্রথম দাপটেই।
সেদিন থেকেই আমি শব্দ কুড়াই,
ছন্দে ছন্দে খুঁজি আনন্দ।
অনেক খুঁজেছি জীবনের স্বাদ,
লেগেছে  শুধুই তিক্ত।
মৃত্যুর তাগিদেই বুঝি জন্ম,
মৃত্যুর মিছিলে যোগান দিতে,
প্রস্তুত নই কী আমি এখনো ?