অন্তরে বিক্ষুব্ধ আবেগের মিছিল,
অনাকাঙ্খিত চাওয়া পাওয়ার স্লোগান।
শুধু দাবী একটাই-
"তুমি ফিরে আসার"
দলে দলে সংঘবদ্ধ স্মৃতি এক জোট হয়ে,
হৃদয়ের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে।
বিবেকের রাজপথে ভালোবাসার পদধব্বনি,
আজ কম্পিত তোমার শহর।
যে শহরের আভিজাত্যের ভাঁজে ভাঁজে,
আমি দেখি শুন্যতা।
আর তুমি দেখো হাজারো হাজারো রকমানি স্বপ্ন।
যে শহরের ঐশ্বর্য কেড়ে নিয়েছে-
তোমার সকল আবেগ।
জন্ম দিয়েছে তোমার মনে শত ব্যবধানের কথা।
আন্দোলন আজ তারি লাগি।।
শিরা উপশিরার অলিগলি দিয়ে,
রক্ত দামাল ফুঁসে উঠেছে আজি।
এই মিছিলে কোন মানুষ আসেনি,এসেছে প্রেমিক।
তোর আভিজাত্যের শহরে,
প্রেমিকরা তো মানুষ নয়।
শুধু জন্তু জানোয়ার কীট।
তবু দাঁড়িয়েছে একা,হয়ে বুকাসুকা।
তুই ফিরিয়ে দিলেও,রাজপথ ফিরাবে না জানিস।