নির্গত হতে দাও,
পুড়ে যাওয়া হৃদয়ের বিষাক্ত কালো ধোঁয়া।
নয়তো হার্ট সার্জারি করে,
তার যাওয়ার দুয়ারে দাও খিল।
আবেগ-
সে তো আর চাপা নেই,
সে ক্ষণে ক্ষণে মগজের মাথা কিনে নেয়
আর সিলিং ছোঁয়াতে বাধ্য করে।
আমি আর কত টেনে ধরি বলতো।
কি এক অভিশাপে-
আজ আত্মা আর পরমাত্মার সাথে বনিবনা নেই।
আমি উন্মুখ হয়ে থাকি-
আত্মাকে কবে কাছে টেনে নেয় পরমাত্মা।
আর পাপিষ্ঠ দেহের  পরিসমাপ্তি ঘটে -
পরিসমাপ্তি।