হলুদ হয় সজীব ঘাস
ইট-কাঠে চাপা পড়ে।
মনও পড়ে,চাপা পড়ে;
শহুরে কনক্রিটে,
ইট-কাঠে,
শেষবেলায় বিছানার ওপাশে।


দূরন্ত কৈশোরের চঞ্চল নগরী
বেলাশেষে শুয়ে পড়ে রজনীর নিরবতায়।
এপাশ ওপাশ করে তবু মানবযন্ত্র,
হাসফাস শুধু মুক্তির আশায়,
যান্ত্রিকতা,কনক্রিটমুক্ত
অ্যাবস্ট্রাক্ট চিরনিদ্রার আশায়!


২১/১০/২০১৯।