তোকে নিয়ে ভীষণ ভয় হয় বাবা!
হঠাৎ করে ক্ষুদিরাম হওয়ার বাতিক তোর এখনও গেলনা;
কেন বুঝিস না,ক্ষুদিরামদের ওরা কেউ বাঁচতে দেয়না।
বাংলায় এখন চাপাতির জামানা,কসাইদের জামানা।


তুই না হয় রহিম,করিম কিংবা হয়ে যা কোন এক নাম না জানা,
যে কেবল বাঁচবে আর দিন শেষে বেঁচে বাড়ি ফিরবে।
বিশ্বাস কর খোকা,এ যে সন্ত্রাসের জামানা।


শৌর্য,বীর্য,সাহস,ক্রোধ ওগুলো তুই ঝেড়ে ফেলে যা।
তুই না হয় হয়ে যা কেবল এক মস্তিষ্কহীন, মেরুদণ্ডহীন প্রাণ;
যে ন্যায়-অন্যায়ের হিসেব বুঝেনা,ওগুলো নিয়ে মাথাও ঘামায় না।
তবু তুই বেঁচে ফির বাবা;
এ জামানা কসাইদের জামানা!