শিরা-ধমনীতে বয়ে যায় চেতনার একক,
ফাঁপা তবু মস্তিষ্ক-গহ্বর!
আছে যা দু-চার মুটো
তা সব চাটুকার্য।
বাহিরে দেখা যায় মানবিক মূর্তি,
মুখোশের আড়ালে অন্তঃসারশূন্য
চাটুকার পরিবৃত্ত নরঃপিশাচ!
আধুনিক নাগরিক সমাজ!