বুকে জমিয়ে কষ্টের কালো বিষ
মুখে রেখেছি হাসি,
মৃত্যুপূর্ব অন্তিম বিবৃতিতে বলেছি,
"অতুলনা,তোমায় আমি সত্যি ভালোবাসি।"
আমার অন্তিম আত্মা যখন বাতাসের ঝাপটায় উড়ে চলেছে,
তুমিও কাঁদলে - অন্য সকলের পাশাপাশি।


কিন্তু দেখো!
বলতে ভুলে গেলে,
"অনিন্দ্য, তোমায়ও যে আমি বড্ড ভালোবাসি।"
ভালোবাসি না বলে তুমি শুধু কাঁদলে।
আমি চেয়ে ছিলাম শুনতে
কেবল ভালোবাসি, ভালোবাসি আর ভালোবাসি।


আবারো ভুলে গেলে!
চোখে চোখ রেখে সেদিন বলেছিলাম,
"তোমার মন খারাপের কাজলকালো কান্না
আমার একদম সহ্য হয়না,
আমি কেবল ভালোবাসি তোমার মিষ্টি ঠোঁটের হাসি।"


আফসোস,
আমার যাবার বেলায়ও কথা রাখলেনা,
তুমি কেবল কাঁদলে,তোমার জন্য কাঁদলে।
আমার জন্য হলেতো তুমি হাসতে;
তোমার আমার বিদায় বেলার আন্তিম সে হাসি।


২২/১০/২০১৬।