এই দেখি রে ওই যে একটু জায়গা
পেয়েছি আমি অনেক খুঁজে,
যাই দেখি বাপু বসি একটু সস্থি রেখে।


ওই বুড়ি কোথা থেকে আসছ?
এখান থেকে ওঠো তাড়াতাড়ি,
এটা তোমার থাকার জায়গা নয়
এখানে র জায়গার নামে,
কাগজ এ লেখা পড়েছে অনেক কালি।


তোমার গায় নেই বাবু একখানা ভালো শাড়ি,
তুমি জুটছ কোথা থেকে বসতে আসছ তাড়াতাড়ি।


কাঁদিতে কাঁদিতে হাঁটি আমি
ভাবিতে লাগিলাম সে কহিল,
পরনে নাই একখানা ভালো শাড়ি।


আমি বলি কি,
এই মাটি, এই গাছ, এই ঝরনা, এই পাহাড়
সবকিছু মানুষ দখল করেছে নিজের নামে,
হাতে কলমে, কাগজে যত্ন করছে রেখে খামে।


কেও বা করছে বাস উঁচু অট্টালিকায়
আবার, কেও বা করছে বাস,
রাস্তার এক পাশের জায়গায়।


দয়া নেই অভাগী দের উপর
নেই কোনো কিছু,
আমি এই বুড় বয়সে
যেখানে ই যাই সেখানেই ডাকে পিছু।


লোভ, লালসা ঘিরেছে এদের
কমেছে দেওয়ার প্রতিদান,
দিনের পর দিন মৃত্যু ডাকছে
হও মানুষেরা সাবধান।⚠


ধ্বংস হবে পৃথিবী
ধ্বংস হবে সবকিছু,
গাছ কেটে, অট্টালিকা প্রস্তুতে
এটাই না বুঝতে পারার ই সু।


আমাকে বুড়ি বলে তাড়িয়ে দিলে
জায়গা কিনে দখল দিয়ে জোর দেখালে,
অট্টালিকা বানাবে বলে।


শুনে রাখ মানুষেরা
তোমরা হারাবে সব,
এই পৃথিবী অবাস যোগ্য হবে
ডাকলে ও ফিরবে না রব।


থাকবেনা মানুষের অস্তিত্ব
থাকবেনা সে দালান ঘর,
সারা পৃথিবী পড়ে রবে
ডাংগায় মিলবে না উভচর।