চাওয়ার তবে ইচ্ছে ছিলো
খুব যে মধুর প্রিয় ও ছিলো।
সে মানুষ টা কাছে তে ও এলো
সবশেষে তা সংশয় শেষ হলো।


দিলো না কেও একত্র হতে
দিলো না মধুর মিলনের
ভালোবাসা পেতে।
অনুভবের রাজ্য টা কুড়িয়ে ফেলে দিলো


দুজনকে কেও, অকাল মৃত্যু তে বন্দি করল।
বাঁচবো না জেনেও যে সবকিছু হলো
তোমাকে নিয়ে স্বপ্ন টা ও বন্ধ হলো।
এখন আসে মনেতে, দুখের-ই বন্যা
প্রতি রাতে তোমায় ভেবে,
করি শুধু কান্না।


আমি বলছি এইটুকু ওয়াদা
বিশ্বাস রেখে প্রচুর,
তোমায় সাধ্য না করিলে
আমি করব জীবন ভাঙচুর।