আমরা নারী,
আমরা পারি,
শত ছেলেদের বাজে কথা সহ্য করতে।


আমরা পারি,
বাবা-মা কে ছেড়ে অচেনা একটি পরিবারে ঘর বাঁধতে।


আমরা পারি,
সন্তান প্রসবের যন্ত্রণা সহ্য করতে।


আমরা পারি,
একটি শিশুকে মানুষের মত মানুষ করে তুলতে।


আমরা পারি,
একটি পরিবারকে সুন্দর করে গড়ে তুলতে।


আমরা নারী,
আমাদের অনেক রুপ!
কখনো আমরা মেয়ে, কখনো মা, কখনো দেবী।


আমরা এত্তো কিছু পারি,
তবুও সমাজে আমরা এত্তো লাঞ্ছিত কেনো?
আমরা এত্তো মূল্যহীন কেনো?