অনেকদিনের প্রতীক্ষিত সাল,
দুই হাজার বিশ।
শুরু হতেই চলে এলো,
করোনা নামের বিষ।


সালটি যেমন জোড়া বিশে,
এসেছে এক কালো বেশে।
থাকবে লিখা পাতায় পাতায়,
সারা বিশ্বের ইতিহাসে।


মানব জগৎ আজ করোনা ভয়ে,
বন্দি থাকে ঘরে ঘরে।
অবাধ্য হয়ে ঘুরে বেড়ালে,
যেতে হবে করোনায় মরে।


মৃত্যুভয়ে মানব জগৎ,
ধরেছে আজ ধৈর্য।
হবেই একদিন নতুন সকাল,
উঠবে বিষমুক্ত সূর্য।


                                          
                              ★★স্বপ্ননীড়★★