ধর্মের প্রতি, নাই মোর মতি
ভূতের বেগার খাটি
সারাটি বেলা ।
ঠাকুরের নাম, মুখে না আসে
সারাটি দিন করি
অসারের খেলা ।


মন্দির পানে, আরতির গানে
মনটা নাহি ভরে
আহ্নিকের ক্ষণ, ধর্ম কাজ ফেলে
বসে থাকি ঘরে ।


ভক্তি নাই মনে
ঘুরি খারাপের সনে,
ভগবান নাহি চিনি
সারাটি দিন
হাটময় ঘুরিয়া;
পাপ আর হিংসা কিনি ।


মনের ভিতর, পাপের বাসা
তব কাছে প্রভু একটাই আশা
দাও মোরে ভক্তি
তোমার পথে চলার মত
এ দেহ মনে-
দাও
অফুরন্ত শক্তি ।