কি চাও তুমি? কবিতা যদি
দিতে পারি কতক
শূন্য আমার হস্ত যুগল
আমি পিপাসার্ত চাতক।
মাথার জমিতে শুধু কবিতার চাষ
সুন্দরের আমি দাসানুদাস
বাস্তব কিছু না খুঁজি
তোমার চাওয়া যদি কবিতাই হয়
তাহলে বলবো, আছে—
আমার অল্প বিস্তর পুঁজি।


চাও যদি তুমি রূপমোহ, কিংবা
উচ্ছল প্রানবন্ত প্রাণ।
তবে যেনো ব্যর্থ কবি
সে জানে শুধু
বিরহ ব্যথার গান।
পারে কিছু কথা, লিখতে
কলমের জাদুর ছোঁয়ায়
বাঁচে সে পাঠকের মনে
করুন হৃদয়ের দয়ায়।


চাও যদি প্রেম, তাও দিতে পারি
হৃদয় উজার করে
কিন্তু আমার ঠাইটি কোথায়
আনিব কোনসে ঘরে।
থাকতে হবে সারাটি জীবন
কষ্টে ভিষণ,
মনের ছোট নীড়ে
হারিয়ে আমি যাবো না তো?
লক্ষ কবির ভীড়ে!