যেদিন তুমি বললে
আমার ভালোবাসায় হৃদয়ের লেনদেনের চেয়ে
কামুকতা বেশি
সেদিন থেকে আমার কোটি বার মরে যেতে ইচ্ছে করে।
ইচ্ছে করে এই বিশ্ব সংসার ত্যাগ করে
সন্যাসীর বেশে, দ্বারে দ্বারে ঘুরে প্রায়শ্চিত্ত করি।
নিজের দেহটাকে বুঝিয়ে দেই-
ভালোবাসায় প্রেম থাকলে
দেহ, কাম কিচ্ছুটির প্রয়োজন হয় না।


আমি কি বোকা প্রেমিক!
প্রণয়ের জমির ফসলের মালিক আমি,
অথচ, মুর্খের মতন সেই জমিটাকেই নিজের মনে করেছিলাম।
এটা ভাবতেই কোটি বার মরে যেতে ইচ্ছে করে।
জলসিঞ্চনে যে জমি উর্বর করেছিলাম,
পরম মমতায় ডাটো করেছিলাম যে ফসল,
সেই ফসল,
সেই জমি,
আমায় দেখে ক্রুর হাসে।
আমি নাকি কামুকতা ছাড়া বুঝি না কিচ্ছুটি।


আমার আজ কোটি বার মরে যেতে ইচ্ছে করে
চেয়েছিলাম বেশি কিছু না,
এইতো, বসন্তে নদীর ধারে হাতে হাত রেখে
অনন্ত পথের পথিক হতে।
বনজুইয়ের বনের রঙিন প্রজাপতির পাখার একটুখানি রং দিয়ে
তোমায় সাজাতে।
কিন্তু সেখানেও যখন তুমি কামুকতা খুঁজে পাও
তখন,
আমার সত্যি কোটি বার মরে যেতে ইচ্ছে করে।