সচ্ছ নরম বালুকনায়
আপন দুঃখ সাজায়ে
পথ পানে চেয়ে আছি
হয়তো এক দক্ষিণা দমকা বাতাস
নিয়ে যাবে
সেই আপন মানুষের কাছে
যার জন্য ভালবাসতে শিখেছি ।
ঐ বিহঙ্গের নরম ধবল পালক
সবুজের ভিতর লুকিয়ে থাকা প্রাণ
যে কিনা নিষ্পাপ সুখ বিলায় ।
হয়তো নিয়ে যাবে
কোন বিদেশিনীর বাহারী কবরী স্পর্শ করে
আদিম এক দুনিয়ায়
যেখানে ভালোবাসা দিয়ে মন কিনা যায়
চোখের তারায় চোখ রেখে হারিয়ে যাওয়া যায়
আর ইচ্ছা মতন শাসানো যায় বিষণ্ণতাকে ।
আমি চাইনে আর এ মোহ হে পবন হে বিহঙ্গ
নিয়ে চল তব সাথে
ঐ দুর বনে যেখানে সন্ধ্যা নামে উৎসব দিয়ে ।
জোনাক দেখায় আশা শেখায় ভালোবাসা ।