নিরবতার গহ্বরে খুঁজে  ফিরি
আমার অস্ত্বিত্ব
নিশ্চিম সন্ধ্যায়, আলো আধারে
খুঁজে ফিরি ।
জোনাকির ডানায়, পাখির খসে যাওয়া পাখায়
ঐ দূর হরিৎ বনের শ্যাওলা ধরা
মৃত বৃষ্কের বক্ষে
খুঁজে ফিরি আমার অস্ত্বিত্ব ।


অথৈ তটিনির তীরভাঙ্গা ঢেউয়ে,
নয়তো মুক্তোহীন ঝিনুকের
হাহাকারে,
প্রবাল প্রাচীরের রন্ধ্রে রন্ধ্রে
খুঁজে ফিরি ।


একঝাক দুঃখ নিয়ে মনের আকাশে
যে বিহঙ্গ উড়ে চলে
আমি তার রেখে যাওয়া পথে
অস্ত্বিত্ব খুঁজে ফিরি ।


কোন এক বিষণ্ণ বর্ষায়,
মৃত্তিকার সাথে অন্তরঙ্গ
কদমের ছোঁয়াতে,
শিমফুলের হালকা নিলাভ আলোয়
কোন মোহনীয় রূপে
আমি হারিয়ে ফেলেছি
আমার অস্ত্বিত্ব ।