রাঙা সকালের সোনা রোদ
লাগেনা আর গায়,
আনন্দ আর আসে নাতো
আমার ভাঙা নায় ।


আপন মুখ আজ আমায়
সরিয়ে দিল দূরে,
শূন্যতা আজ বিরাজ করে
মনের সবটা জুড়ে ।


আমি এখন একা হাটি
লাগে বড় একা,
দুঃখময় জীবনে আমার
সুখ দেয়না দেখা ।


আমি এখন আমার নই
অচেনা এক লোক
সুখগোলো বিলিন সবই
ঢেউয়ে ভাঙছে বুক ।