অস্পৃহ
-রিপন চন্দ্র বর্মন ।


তুমার হাতে হাত রেখে ইচ্ছে করে হারিয়ে যাই
ইচ্ছে করে ভাবতে শুধু তুমি ছাড়া বন্ধু নাই ॥
ইচ্ছে করে মলয় হয়ে তুমার সাথে কাটাই দিন
তুমার সাথে তুমি হয়ে ইচ্ছে করে হই বিলিন ॥
ইচ্ছে করে তরু ছায় এক প্রহর বসি
তুমার হাতে হাত রেখে প্রাণ ভরে হাসি ॥


তুমার এসব লাগেনা ভাল বাহানা দেখাও কত
আমি নাকি পাগল একটা খারাপ বলিযে শত ।
অস্পৃহ আমি যোগ্য নই তুমার হাত ধরার
যোগ্য নই হয়তো আমি তোমার প্রেমে পড়ার ।