ভালোবাস কন্যা মোরে, ভুলে ওই ছেলে,
সাদা লক্ষি ফেলে কি কেউ হাতের কাছে পেলে?
ও হলো কাছের টুকরা আমি হলাম হীরা,
হাবলাকান্তকে ভালোবাসলে, মনে লাগবে পীড়া।
ভুল করোনা কন্যা তুমি মানুষটি নাও চিনে,
সুখি হতে পারবে না তো আমার মায়া বিনে।
সস্তা আবেগে ভেসো নাতো-ধরো আমার হাত,
মানুষ আমি ধারুন অতি বাঁকা হলেও দাত!
কথা দিলাম সুখি হবে ওই ছেলে তো ছার!
ভীষন আধার, অথৈ পাথার, আমিই করবো পার।
ফাঁকিবাজ ছেলেটাকে তুমি ভালোবেসো না মোটে,
লক্ষ জনম সাধনা করলে তবেই আমায় মিলে।
তোমার জন্য উপযুক্ত আমি,ওই ছেলেতো নস্যি,
আমি হলাম দেবতা সদৃস, ওতো হলো দস্যি।


তোমার ভালো চাই বলে বললাম এত কথা,
ভালোবাস কন্যা মোরে দিও না মনে ব্যাথা।