কুঞ্জ বনে অনন্তর, তুমি মোর মাধবী লতা
বসন্ত বাতাসে আঁচল, সবে বিলাসী পাতা
অপেক্ষা ব্যগ্রতায়, দু'চোখে জলের রাশি
অকস্মাৎ ছুটে, এক্ষুণি চাই ভালোবাসি।


অব লহরে লোভনীয়, সমুদ্রে উত্তাল ঢেউ
আবেগের লালায়িত হেতু, কামনায় কেউ
প্রেম অসমীচীন নয়, তবু কোথা অনিমেষ?
চারিপাশে দুষিত বায়ু, অস্বচ্ছ পরিবেশ।


অধিকন্তু সময় গড়ায়, ধ্রুব নদীর স্রোতে
কামনা তাই লুটায়, প্রথাগত নিয়মের ব্রতে
সংসার দূরহ বিধান, হে তা অক্ষম সকল
বাসনা কিবা সাধনা, তাই সকল ই বিফল।