আজব লীলা
---রেজাউল রেজা---
=================
কাউকে রাখো অট্টালিকায়
কাউকে রাখো কুঁড়েঘরে,
কাউকে ভাসাও সুখ সাগরে
কেউবা আবার কেঁদে মরে!
এসির ভেতর কারো বাস
তপ্ত রোদে কারো,
সুখীর ঘরে সুখ বেশি দাও
দুঃখীজনে দুঃখ আরো।
বাঁচার আশায় কেউবা বেড়ায়
পরের দ্বারে দ্বারে,
বিলাসিতায় কেউবা আবার
ঘুরে নতুন কারে।
দু-মুঠো ভাত পায়না কেউ
থাকে অনাহারে,
থাই-চাইনীজ খেয়ে কেউ
দারুন ঢেকুর ছাড়ে।
মহান প্রভুর লীলা খেলা
বুঝা বড়ই দায়,
কারো উঠোনে সূর্য হাসে
কেউ ভাসে বন্যায়।
______________________
লেখা-১৯ মে,২০১৮