লোকাল বাস
---রেজাউল রেজা---
================
মন চেয়েছে দেশে যাবো
উঠলাম একটা বাসে,
গাড়ি ছাড়ার কথা বললে
ড্রাইভার ব্যাটা কাশে!


যখন-তখন থামায় গাড়ি
একটা যাত্রী পেলে,
মশা ঢোকার জায়গা হয়না
তবুও লোক তোলে!


দারুণ গতি ভাঙ্গা বাসের
গরুর গাড়ির মত,
ভাড়া নেওয়ার সময় আবার
লেকচার মারে শত!


লোকের ভিড়ে এবার বুঝি
জীবন হবে নাশ,
উপায় যে নেই যেতেই হবে
হায়রে লোকাল বাস!
___________________
লেখা-২২/০৭/২০১৮
***কবিতাটি অনাবিল সংবাদ পত্রিকায় প্রকাশ হয়-২৩/০৭/২০১৮