রেশমী চাঁদর
--রেজাউল রেজা
................................
পরাজয়ের গ্লানি বয়ে বেড়াব,তবুও চাঁদরটা গুটিয়ে নেব না।
যে চাঁদর শুধু তোমার জন্যই পেতেছিলাম,তোমাকে চাঁদরের রেশমী সূতোর উপর বসানোর জন্য,সেই চাঁদর আজ গুটিয়ে নেওয়া কিংবা অন্য কারো জন্য বিছিয়ে দেওয়াটা আমার নিকট এক পর্বতসম কাজ।
আমি পারব না।
গুটিয়ে নিতে কিংবা কারো তরে বিছিয়ে দিতে।
রাস্তার মোড়ে মোড়ে,তেপথি-চৌপথ
িতে,রেল-স্টেশনের ফ্লোরে কিংবা কর্দমাক্ত বাস স্ট্যান্ডে,সবখানেই আমি চাঁদর পেতে তোমার জন্য অপেক্ষা করব।
প্রতিদিন,প্রতিক্ষণই অপেক্ষা করব।
হয়ত,লোকে আমাকে পাগল কিংবা তারছেড়া বলবে!
বলুক,তাতে আমার কি যায় আসে বল!
আমিতো পাগলই।
তোমার পাগল,তোমার ভালোবাসার পাগল।
আমি থাকব বসে হেথায় সেথায়
ভালোবাসার চাঁদর পেতে,
তুমি পারলে এসে জড়িয়ে নিও
এই চাঁদরে বুকে গেঁথে।।
..........
লেখা-১৬/০৭/১৮
কবিতাটি যেসব পত্রিকায় প্রকাশ হয়েছে-
★কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ বার্তা।