সবার প্রিয় নজরুল
---রেজাউল রেজা---
==================
আসানসোলের চুরুলিয়ায়
জন্ম নিল এক কবি,
কবি তো নয়,তিনি যেন এক
আঁধার ঘরের রবি।
দুখ দিয়ে তাঁর জীবন শুরু
লেটোর দলে করত কাম,
ঝাকড়া চুলের অধিকারী সে
দুখু মিয়া তাহার নাম।
বাংলা সাহিত্যের সকল শাখায়
অসামান্য তাঁর অবদান,
তাই,জাতীয় কবির মর্যাদা দিয়ে
দেশ দিল তাঁকে সম্মান।
শিশু-কিশোর সবার কাছে
অনেক বেশি তাহার দাম,
আমার প্রিয় সবার প্রিয়
কাজী নজরুল ইসলাম।।
_____________________
লেখা-২০ মে,২০১৮
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে লেখা।।
★★★
১.কবিতাটি রংপুর থেকে প্রকাশিত দৈনিক গণ আলো পত্রিকায় প্রকাশ হয়-২৩মে,২০১৮,বুধবার।
২.কবিতাটি জাতীয় দৈনিক "প্রতিদিনের সংবাদ" পত্রিকার সাহিত্য পাতা 'খেয়াল খুশি' তে প্রকাশ হয়-২৬ মে,২০১৮,শনিবার।
★★★উল্লেখ্য,কোন জাতীয় দৈনিকে প্রকাশিত এটি আমার প্রথম কবিতা।।