আমি এক পথশিশু;
হ্যাঁ, আপনাদের রোজকার গতিশীল জীবনের
কাঁচের জানলায় আঘাত করে বার বার
"দুটো পয়সা" চাওয়া এক পথশিশু।
তোমাদের এই যে খুব আদরের শহরটা,
তারই এক ময়লা ফেলার আস্তানায় জন্ম আমার-
অন্তত আমি সেটাই জানি, অবশ্য অন্য সবাই বলে
আমাকে ফেলে গিয়েছিল কেও;
তারপর ওই বড় রাস্তার হাসনা চাচি তুলে আনে;
আমি অবশ্য অন্য সবার কথা গায়ে মাখি না,
কেনই বা ফেলে দিয়ে যাবে আমাকে? কি করেছি আমি "তাদের"?
তবে এই প্রশ্নটা একদিন খুব করতে ইচ্ছে করেছিল তাদের
যেদিন আমায় একজন "বেজন্মা" বলেছিল, কথাটার মানে জানতাম না,
শুধু বুঝেছিলাম কথাটা আমার মত কারও জন্য বানানো;
সেসব কথা থাক, আমার না তোমাদের এই শহরটাকে খুব ভালো লাগে
কোনও কিছুর অভাব হতে দাও না তোমরা আমাদের জন্য
রাস্তায় বড় বড় আলোগুলো জ্বালিয়ে দাও সন্ধ্যে হলেই
রাত্তির বেলা ওই যেখানে জন্মেছিলাম সেখানেই কত্ত খাবার রেখে যাও,
দুর্গাপুজোতেও নতুন জামা পাই, শুধু কয়েকটা জায়গায় হাসনা চাচি সেলাই করে দেয়...


সব মিলিয়ে তোমরা আর তোমাদের শহর আমায় সব দিয়েছে,
যতই তোমরা আমায় "বেজন্মা" বলে রাগ দেখাও
আমি কিন্তু ওই রাগের মাঝের "ভালবাসাটা" নিয়েই বাঁচব,
তোমাদের মাঝে, তোমাদের সাথে!