ভালোবাসা  যদি প্রাক্তন হয়ে যায়


সদ্য হারানো রাস্তা ,বাড়ির কলিংবেলে কেমন বিরক্তি


মনখারাপ।


কানে স্পিকারে অভিনব লেগে


ভীম সেন জোশি। রবিঠাকুর হঠাৎ দেখা


হঠাৎ হাসা


গড়িয়ে নামা চোখের জল।



বড্ড ন্যাকা ন্যাকা


রিমেকি গান শুনবো ,গলা অবধি নেশা করে সারা রাত


বমির গন্ধ।


বমি করবে আকাশ ,বমি করবে অন্ধকার


বমি করবে অশ্রাব্য ভাষা।


কাঁচে লোকানো শরীর ,শরীরে অজস্র ফেলে যাওয়া নখ


নিজের নখে রক্ত


যদি একবার বিষিয়ে দেওয়া যেত সারা শরীর।



খিদে নেই ,ঘুম নেই


বহুদিন চুল বাঁধ নি ,বহুদিন আর চেনা রাস্তায় হাঁট নি।


রবি শংকর ,চৌরাশিয়া


হিসেব মেলানোর ভিড় ,সময়ে ক্যানভাসে চির।


প্রাক্তন হেঁটে চলেছে নতুন ভালোবাসা ছুঁয়ে কিংবা নতুন সংসারে


তুমি ব্রাত্য...


মানতে পারছো না ,জানতে পারছো শুধু বুকের জ্বালা


সময়ের বিপ্লবী রোগ।



ভালোবাসা প্রাক্তন হয়ে গেলে ঝড় ওঠে


আমি জানি ,তুমি জানো কারণ আমরা পুরোনো প্রাক্তন ,প্রাক্তনী


মনখারাপ।


কানের হেডফোনে শুনতে চাইছো তুমি


ওপার দিয়ে চেনা গলা ,চেনা সুর ,শুধু অচেনা আমরা।


ধ্বংস করে দেব ,পুড়িয়ে দেব


ভাঙবো পৃথিবী ,কারণ আমরা সবাই জিততে চাই।