শুনেছিলাম তুই ঘর বাঁধছিস
ব্রম্হান্ডের তৃতীয় গ্রহে শোরগোল গ্যালাক্সীর পথে।
দেওয়ালেরও কান আছে
ঈশ্বরের আছে কান ,মাথা সব
কিন্তু জানতাম না স্বপ্নে ঘর বাঁধা যায়।


আওয়াজ উঠলো ,গর্জে উঠলো
বন্দুকের নল ,সোজা বুলেট থেকে বুলেটিন হাওয়ায় হাওয়ায়।
ছড়িয়ে পড়লো রক্ত সব ভিন্ন মতে
এ গ্রহে নাকি ঘরেদের কলরব।
লুটিয়ে পড়লি তুই মাটির রক্তে গন্ধ
শরীরের প্রতি কোনে যন্ত্রণা কবিতারা লুটিয়ে পড়লো।
এই গ্রহে সভ্যতা বিক্রি হয়
বিক্রি হয় না নাটকের টিকিট
বিক্রি হয় না কবিতা।


শধু কবিতায় বিদ্রোহ হয় ,এ কথা খুব প্রাচীন
অথচ বারংবার কবিতার মৃত্যু হয়।
শুনেছিলাম এসব কথা হাওয়ায় হাওয়ায়
হাওয়ার বয়ে যায় ,জীবন তো ফেরে না কবিতায়
শুনেছিলাম অভিজিৎ ঘর বাঁধছে কবিতার।


{যে যায় সে যায় ,ফিরে আসে না কিছু। প্রতিবাদ থেকে যায় মৃত ফেরে না পিছু। অভিজিৎ রায়কে কবিতার সেলাম।}