আজকাল রোজ নিয়ম করে বৃষ্টি নামছে
বুকের ব্যারিকেডে লাগানো অসংখ্য স্নেহের ভিড়।
এপারে ছাতা হাতে পুলিশ ,লালচে মিনি স্কার্টে তুমি
বাস চলছে ,বৃষ্টিতে ভিজছে রোজকার
আজকাল ভিজে মরুভূমিতে চেতনা স্থির।


নীলচে কাপে লালচে মিশরীয় সভ্যতা
মিশরীয় রানী ,উত্তাল কালো বুকে।
নেভিকাটের প্যাকেটে অলংকার জীবন্ত কঙ্কাল
ধোঁয়া ছাড়ছে বারংবার নিশিরাতে।
অ্যাশট্রেতে জমা হাড়ের পাহাড়
আরো জমছে।
মুখোশের আড়ালে ঢেকে যাওয়া চোখ
ভিজে চোখের পাতা।


তুমি আকাশ ছুঁয়ে ছিলে ভালো লাগছিল
তুমি কপালে হাত রাখলে ভালো লাগলো।
কিন্তু যেই চুলের ভিতর হাত
আমার অ্যাশট্রে থেকে এক রাশি ধোঁয়া গিলি গিলি গে।
ভুল হয়ে গেল
ঠোঁট ভিজে গেল।
তোমাকে আর ভালো লাগলো না ,
আমাকেও না।


আজকাল নিয়ম করে বৃষ্টি নামছে
চোখের লেন্স বেয়ে দূরত্বের  দুর্বলতাগুলো চাঁদের পাহাড়।
পাহাড়ের ওপারে দাঁড়িয়ে প্রস্তর যুগের নারী
এপারে আমি ভিজছি চেনা রেনকোটে
আজকাল উন্মাদ কবিতায় বৃষ্টিরা বিলীন।