অসুখের খোঁজে তোর জানলার পাশে দাঁড়িয়েছিলাম
শব্দ পাই নি ,শব্দ হয় নি।
নিস্বার্থ কষ্টের মত ঝরে পড়েছে অবুঝ ধারা
কেন যেন মুক্তি চেয়েছিলাম জীবন থেকে।
উদাত্ত কন্ঠে সেই রবিঠাকুরের গান
আমার মুক্তি আলোয় আলোয়। ওই আকাশে.........


শব্দরা সব কফিনে মোড়া দিনরাত্রি
তুই শুয়ে থাকিস।
পাশে খালি সিসিতে পরে থাকে জন্ম ,মৃত্যুগুলো
তুই মৃত্যু চাস অথচ
জন্মের দরজায় তুই  মুক্তি খুঁজিস ,
নেড়ে দেখিস ওষুধের সিসিগুলো।
জন্ম ,মৃত্যু একসাথে পবিত্র জানলায় খোলা আকাশে
নিদির্ষ্ট চেতনার সাথে হুমড়ি খেয়ে পরিস
ভুলে যাস সময় তোর নিজের বাইরে।


অসুখের  খোঁজে তোর জানলার পাশে দাঁড়িয়েছিলাম
শব্দগুলো  গলার কাছে আটকে থাকে।
আমার কবিতার কলমে তোকে লিখবো বলে
কষ্টদের নোনা শব্দে বৃষ্টি আসে।
সেই বৃষ্টির জলে আমার গাইতে ইচ্ছে করে রিমেকের গান
খাঁচার ভিতর অচিন পাখি।  কেমনে আসে  ...............